রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সন্নিকটে শ্রীরামপুর রেলগেইট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাত হোসেন। রাস্তা সম্প্রসারণ ও যানজট এড়াতে রাস্তা ও রেললাইনের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রায় ২০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন বলেন, যত্রতত্র অবৈধ স্থাপনার জন্য যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন জনগনকে। তাই যানজট এড়াতে ও রাস্তা প্রসস্থ্য করনের লক্ষে এ অভিযান অব্যহত থাকবে। অবৈধ কাঁচা-পাকা সকল ধরনের স্থাপনা উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার প্রাণকেন্দ্র শ্রীরামপুর রেলগেইটে দীর্ঘসময় যানজট লেগেই থাকে। এদিকে সরকারি জায়গা দখল করে রেলক্রসিংয়ের উভয় পাশে গড়ে উঠে ছোটবড় অবৈধ দোকানপাট। ফলে সংকীর্ণ হয়ে যায় রাস্তা। যানজট এড়াতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশি নিয়মিত তদারকি করারও অনুরোধ জানান সাধারণ জনগণ।
Leave a Reply