রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আজ বৃহস্পতিবার শতদল স্পোর্টিং ক্লাব এর “খাদ্য সহায়তা তহবিল”থেকে ২য় ধাপে ১৬০টি কর্মহীন/অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫কেজি, আলু ২ কেজি, মুড়ি আধা কেজি, সেমাই ১ প্যাকেট, চিনি আধা কেজি, তৈল আধা লিটার।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম (শফিক), সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আসাদুর রহমান (মিলন), উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ খাঁন সহ ক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
যারা এই মহৎ কাজে অর্থ, মেধা, শ্রম, সময় ও প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ দিয়ে সহায়তা করেছেন তাদেরকে শতদল স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আরও উল্লেখ্য যে, ১ম ও ২য় ধাপে ৩৬০ জন কর্মহীন/ অসহায় পরিবারকে শতদল স্পোর্টিং ক্লাব থেকে খাদ্য সহায়তা করা হয়।
উল্লেখ্য যে শতদল থেকে ত্রাণ গ্রহীতার কোন ছবি/ ভিডিও করা হয় না।
Leave a Reply