শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের সচ্ছলতা-জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়।
আজ (১৯ই জুন) সোমবার অত্র পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল সভাপতিত্ব করেন। তাছাড়া রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআজগর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অত্র পরিষদের চেয়ারম্যানের সততা ও নিষ্ঠার প্রশংসা তুলে ধরেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ও ইউপির সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিগণ, স্কুল শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ ইউনিয়ন বাসী প্রশংসার দাবীদার হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে।
Leave a Reply