রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্যে বরাদ্ধকৃত ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির দায়ে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিলন মাস্টার ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেনের স্বাক্ষরিত বহিস্কার আদেশের কপি সাংবাদিকদের প্রদান করেন।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচীর হতদরিদ্রদের ১০ কেজি দরের চালের উত্তরবাখর ইউনিয়নের ডিলার মোঃ রফিকুল ইসলামের গোডাউনে ১৪ বস্তা চালে ঘাটতি থাকায় তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এসময় একই ইউনিয়নের উত্তরবাখর নগর বাজারের হালিম মিয়ার দোকানে একই কর্মসূচীর ৩ বস্তা চাল পাওয়ায় তাকেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দাযের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ।
এ ব্যাপারে উপজলো যুবলীগের সভাপতি মোঃ মিলন মাস্টার বলেন, উত্তর বাখরনগর ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে সরকারী চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে তাকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হলো। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply