তুহিন ভুইয়া, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় সরকারী উদ্যোগে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ মে) রায়পুরা উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সঞ্চালনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।
সরকার কর্তৃক নির্ধারিত ১,০৮০ টাকা প্রতি মন দরে ১৪১৫ মেট্রিকটন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য গুদাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব কামাল উদ্দিনের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বণি আমিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান প্রমূখ।
Leave a Reply