রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সাংবাদিক পলাশের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার তুলাতুলী গ্রামে সাংবাদিক সালেক আহমেদ পলাশের বাড়িতে চুরির ঘটনা ঘটে ।
সাংবাদিক পলাশ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে চোর চক্র বাড়ির থাই জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে বিভিন্ন রুমে থাকা ৮ টি মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার সময় ঘুমন্ত স্ত্রীর কানে থাকা দুল একটানে কান ছিঁড়ে নিয়ে দ্রুত চলে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। পরে নিকটস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তার কানে ৬টি সেলাই দেন।
চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply