বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় চড়াসুদে টাকা নিয়ে ভিটে সহ বাড়ির জায়গা হারালো এক হিন্দু ধর্মাবলম্বী পরিবার।
সোমবার (২৮জুন) ভুক্তভোগি পরিবার রায়পুরা প্রেসক্লাবে স্বপরিবারে উপস্থিত হয়ে একটি লিখিত স্বারকলিপি পাঠ করে সাংবাদিকদের শুনান সঞ্জয় সরকার নামে ভুক্তভোগি পরিবারের জামাতা। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০২০ইং সালে নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের ০২নং ওয়ার্ডের কড়ইতলা গ্রামের বাসিন্দা পারিবারিক প্রয়োজনে একই গ্রামের সুদ ব্যবসায়ী সিদ্দিক মিয়া ওরুফে কাইল্লার কাছ থেকে প্রতি লাখে ১০,০০০/- টাকা সুদে ৩ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চড়াসুদে গ্রহন করে ভুক্তভোগি পরিবার। আর্থিক অনটনের কারনে টাকা পরিশোধ করতে না পারায়। গত ২৩/০৬/২০২১ইং তারিখে জোড় পূর্বক ১৬ লক্ষ টাকার ভিটেবাড়ি দলিল করে নিয়ে যায়। এ ব্যপারে গত ২৬/০৬/২০২১ইং তারিখে থানায় অভিযোগ করে কোন ফল পায়নি বলে জানায় পরিবারটি।
এসময় কড়ইতলা গ্রামের বিভারানী বিশ্বাস ও দিপালী রানী বিশ্বাসসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply