নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন স্থানীয় যুবকরা। ‘প্রাণের নিলক্ষাবাসী’ ফেসবুক গ্রুপ ও ‘গোপীনাথপুর একতা সামাজিক যুব সংগঠন’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ধারাবাহিকভাবে কবরস্থান পরিষ্কার-পরিছন্নতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৯ জুন) কার্যক্রমের পঞ্চম কবরস্থান হিসেবে উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর জমিদারী কবরস্থান পরিষ্কার-পরিচ্ছনের কাজ করেছেন সংগঠন দুটির সদস্যরা। এতে অংশ নেই প্রাণের নিলক্ষাবাসী ফেসবুক গ্রুপ ও গোপীনাথপুর একতা সামাজিক যুব সংগঠনের শতাধিক সদস্যবৃন্দ। যাদের মধ্যে সবাই স্কুল কিংবা কলেজ পড়ুয়া।
জানা যায়, চলতি বছর স্থানীয় স্কুল-কলেজে পড়য়া যুবকরা সম্মলিত ভাবে এই কার্যক্রম শুরু করেন। সামাজিক ভালো কাজের অংশ হিসাবে তারা প্রথমেই হাতে নেই কবরস্থান পরিষ্কার-পরিচ্ছনতা কাজ।
এছাড়া প্রতি সপ্তাহে একদিন ফেসবুক গ্রুপে লাইভ এর মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করে সমাধান করছেন এই সংগঠনটি। তাদের এ উদ্যোগটি সাড়া ফেলেছে নিলক্ষারসহ আশপাশে বেশ কয়েকটি এলাকার জনগনের মাঝে। স্থানীয়রা অনেকেই তাদের কর্মকান্ডকে ইতিবাচক বলে মন্তব্য করে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
তেমনই গোপীনাথপুর জমিদারী কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন কাজে অংশ গ্রহণকারী যুবকদের উৎসাহ দিতে ওইখানে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক জাহাঙ্গীর আলম সরকার, নরসিংদী জজ কোর্টের আইনজীবী আক্তারুজ্জামান শামীম ও সমবায় মডেল স্কুলের পরিচালক বেনুজির আহম্মেদ বেনুসহ আরো অনেকে।
জোনাকী টেলিভিশন/এমএইচএম/এসএইচআর/১৯-০৬-২০ইং
Leave a Reply