নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ১৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, একই উপজেলার খাকচক গ্রামের আমির হোসেন (৪২), শ্রীরামপুর গ্রামের নূর মোহাম্মদ (২২), নজরপুর গ্রামের মো: কাশেম মিয়া (৩০) ও বাবু মিয়া (২৩)।
১১ মে রাত সাড়ে ১১ ঘটিকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল নরসিংদীর মোঃ তারিক রহমানের নেতৃত্বে রায়পুরা থানার একটি টিম অভিযান চালিয়ে উপজেলাধীন মেথিকান্দা এলাকা হতে জেলার তালিকাভুক্ত উক্ত ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল নরসিংদী’র মোঃ তারিক রহমান জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply