রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসের প্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ২০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য–সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে স্থানীয় পাবলিক হলে রুমে এসব সামগ্রী বিতরণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিতরণকৃত সুরক্ষা–সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, মাস্ক। ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ৬০ টি করে সাবান ও ৪৪ হাজার ৮৭৭টি মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জামাল উদ্দিন বলেন, করোনার ঢেউ মোকাবিলায় সবাইকে সাবধান হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী ২ মার্চ স্কুল খোলার কথা রয়েছে। আজ ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ৬০ টি করে সাবান ও ৪৪ হাজার ৮৭৭টি মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান সরকারি নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে স্কুলগুলো স্বাস্থ্য বিধি মেনে খোলার সকল প্রস্তুতি চলছে। নিজেকে যেমন বাঁচতে হবে পরিবার সহ সবাইকে বাঁচাতেই এই স্বাস্থ্যবিধি মানা অত্যাবশ্যক।
Leave a Reply