বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী রায়পুরায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩৫ জন অসচ্ছল ইমামদের দুই হাজার পাচশত টাকা করে আর্থিক অনুদানের অনুদানের চেক প্রদান করা হয়।
রবিবার সকাল ১১ টায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইন ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে জেলার ৬টি উপজেলায় অনুষ্ঠানে উদ্বোধন করেন।
রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুুর রহমান খোন্দকার।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, রাযপুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন আহমেদসহ আরো অনেকে।
Leave a Reply