রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় তাজা খবর ২৪ নামে একটি ইউটিউব চ্যানেলের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৬ গুনীজনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০মে) দুপুরে উপজেলা হলরুমে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানে কবি, লেখক ও প্রভাষক মোহসিন খন্দকার এবং সাংবাদিক এস.এম শরীফ মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাযপুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান।
এসময় উপস্থিত ছিলেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো: শফিউল আজম কাঞ্চন, রায়পুরা আর.কে.আর.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফকির, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজা খবর ২৪ এর চেয়ারম্যান মাহমুদা আক্তার ফাহিমা ও ব্যবস্থাপনা পরিচালক মে. ফরিদ মিয়া।
অনুষ্ঠান শেষে অথিতিদেরকে তাজা খবর ২৪ এর পক্ষ হইতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৬ জন গুণিজনের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের অর্ধশতাধিক ফোক গান শুনিয়ে মাতিয়ে রাখেন জনপ্রিয় শিল্পী মুক্তা দেওয়ান, জান্নাতি দেওয়ান সহ স্থানীয় শিল্পীরা।
Leave a Reply