নরসিংদী রায়পুরায় করোনাময়কালে ব্যবহারের জন্য মাস্ক, শাড়ী-লুঙ্গিসহ ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
সোমবার (১০মে) সকালে উপজেলার হাঁটুভাঙ্গা ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় এই নেতা করোনাময়কালে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও আসন্ন ঈদ উপলক্ষে ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ী ও লুঙ্গি) বিতরন করেন।
এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভূঞা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর মনির, উপজেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসন, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply