বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সমাজসেবা অধিদফতরে আওতায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসি, স্ট্রোক, প্যারালাইজ ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৫৮জন রোগীকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, রাযপুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন আহমেদসহ আরো অনেকে।
উল্লেখ্য, উপজেলার ৫৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
Leave a Reply