বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন রায়পুরা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র সাবেক ভাইস চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার শাহ আলম মজনু, প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা ও সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, বর্তমান সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. রফিকুল হক রফিক, এস. এম শরীফ মিয়া, যুগ্ম সম্পাদক ফরিদ মিয়া, অজয় সাহা, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. তুহিন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, মহিলা বিষয়ক সম্পাদীকা লাইলী আক্তার, কার্যকরি সদস্য খন্দকার শাহনেওয়াজ, হারুন অর রশিদ, ইকবাল হোসাইন মাহমুদ, মামুন মিয়া, সাংবাদিক বিনা আক্তার, ফাহিম আহমেদ খান প্রমূখ।
Leave a Reply