বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
সোমবার (২২ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে তফসিল ঘোষনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোঃ ফারুক মিয়া, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল ও নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন, মোছলেহ উদ্দিন বাচ্চু, টিএইচ আজাদ কালাম, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ সহ ক্লাবের সদস্যবৃন্দ ।
উল্লেখ্য, আগামী ১লা মার্চ মনোনয়ন পত্র বিতরণ শুরু এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।
Leave a Reply