রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার ঐতিহ্যবাহী রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরউদ্দিন এঁর জন্মদিন ঘরোয়া পরিবেশে পালন করা হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন আকস্মিকভাবে সাধারণ সম্পাদককে ডেকে এনে কেক কেটে এ অনুষ্ঠানটি উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন প্রমূখ।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরউদ্দিন আহমেদ বলেন, আমি সত্যিই আনন্দিত ও অভিভূত। এতো সুন্দর পরিবেশে আমাকে সারপ্রাইজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আজ ৩৭পেরিয়ে ৩৮পা রাখছি, একদিকে যেমন আনন্দিত অপরদিকে তেমনি ব্যাথিত, কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো অতিবাহিত করেছি কিন্তু ব্যক্তিগত ব্যর্থতা, সামাজিক ব্যর্থতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার ফাঁক গলে তবু উঁকি দেয় হীরন্ময় দ্যুতি,সোনাঝরা সকাল। মনে হচ্ছে সমাজও রাষ্ট্রের জন্য কিছুই করতে পারিনি। পারিনি নিজের পরিবার পরিজনকেও সুবিধাজনক স্থানে উন্নতি করতে কিংবা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে। তাই মনে হচ্ছে সফলতার চেয়ে জীবনে ব্যর্থতাই বেশী। যাই হোক অবশেষে আগামীদিনে সবকিছু সমন্বয় করে যেন আলোকিত সুন্দর আগামীতে পদার্পণ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার জন্মদিনে যারা আমাকে স্মরণ করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।
Leave a Reply