বিনোদন প্রতিবেদক:
স্বাধীন বাবুর কথা ও সুরে বর্তমান সময়ের সঙ্গীতাঙ্গণ কাঁপানো কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমার “মনের নাগর” আইটেম সং রিলিজ হতে যাচ্ছে। আসছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাক্স ব্যাগ ইন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও টি রিলিজ হবে। এটি নির্মাণ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। গানটিতে মডেল হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় মডেল আফিয়া রোজা ও আরেফিন বাপ্পি। গানটি মিউজিক কম্পোজিশন করেছেন এম এ রহমান। চ্যানেল ডট প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হয় গানটি।
গানটি গাওয়ার পর মৌসুমি আক্তার সালমা তার ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে গানটির প্রশংসা করে বলেন, গানটির কথা ও সুর তার অনেক ভালো লেগেছে। এমন গান তার আরো চাই।
গানটি কে ঘিরে গীতিকার সুরকার স্বাধীন বাবু বলেন, আসলে শিল্পীদের গায়কী ও ঢং এর উপর আমি খেয়াল রাখি। কে কোন ধাঁচের গান করে। ঠিক তেমনি সুর ও কথা লেখার চেষ্টা করি। আমি যতটা আশা করেছিলাম। তার চেয়েও অনেক বেশি পেয়েছি মনের নাগর গানটিতে। গানটি রিলিজ হওয়ার পর বাকিটা শ্রোতারাই বলবে।
Leave a Reply