বাংলা চলচ্চিত্র এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাল মিলিয়ে এগিয়ে চলছে। এর ই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে “ওয়েব ফিল্ম “। নিন্দুকেরা যতো সমালোচনা ই করুক না কেন- তরুন কিছু নির্মাতার হাত ধরে বেশ পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। এসব নামের প্রথম তালিকায় রয়েছে মেধাবী তরুণ নির্মাতা কিশোর রাব্বানী। মাত্র দুই মিনিট চৌদ্দ সেকেন্ডের ট্রেইলর ই জানান দিচ্ছে “মিয়া ভাই” ওয়েব ফিল্ম টি খুবই দক্ষতা র সাথেই নির্মিত।
রাইপ মাল্টিমিডিয়ার ব্যানারে কিশোর রাব্বানীর পরিচালনায় এ ওয়েব-ফিল্ম টিতে অভিনয় করেছেন এক ঝাঁক তূখোঢ় অভিনয় ও কলা কুশলী। এ তালিকায় রয়েছে -রাইপ ; ডন ; আদ্রিয়া ; কাজী উজ্জ্বল ; জাহিদ ইসলাম সহ প্রমুখ ।
দর্শক এবং শুভাকাঙ্ক্ষীরা অধির আগ্রহে এই ওয়েব ফিল্মের অপেক্ষায় রয়েছে ।।
Leave a Reply