নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন টিম সাহায্য কুটির নামে একটি সামাজিক সংগঠন। গত মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রায় শতাধিক শীতার্ত মানুষের কাছে এই শীত উপহার পৌছে দেওয়া হয়।
আনন্দ পুলিশ হাউজিং এর কো- অডির্নেটর হাজী সাদ্দাম হোসেনে সহযোগীতায় ও রুপগঞ্জ উপজেলা শেখ রাসেল শিশু পরিষদের সভাপতি মোঃ ইয়ামিন হাসানের নেতৃত্বে এই শীত উপহার বিতরণ করা হয়।
টিম সাহায্য কুটিরের পক্ষ থেকে দুইদিন ব্যাপী শীত উপহার বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন টিম কুটিরের সদস্য মোঃ মাসুদ মিয়া, মোঃ কাউছার মিয়া ও মোঃ আরিফুল ইসলাম।
এসময় টিম কুটিরের উদ্যোগতা মোঃ ইয়ামিন হাসান বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে চেষ্ঠা করছি অসহায় শীতার্থ মানুষের পাশের দাড়ানোর জন্য। যদি এলাকা বৃত্তবানরাও এগিয়ে আসে তাহলে আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’
Leave a Reply