মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবোঝাই লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ রয়েছে।
রবিবার ভোর সোয়া ৫টার দিকে গজারিয়া কোস্টগার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে এমভি কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় এমভি নাদিয়া নামে বাল্কহেড ডুবে যায়। এতে ইমাদুল (৩৮) ও আসলামসহ (২৪) বাল্কহেডের তিন শ্রমিক নিখোঁজ হয়। কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মেঘনা নদীতে উদ্ধার অভিযানে নেমেছে।
এ ঘটনায় ঢাকার সদরঘাট থেকে কীর্তনখোলা-২ লঞ্চের চালক শহীদুল ইসলামসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ।
Leave a Reply