আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন শাখার আয়োজনে গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার।
কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মু. মহিউদ্দিন, লাকসাম পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আবুল হাশেম, মো. আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. মোস্তাফিজুর রহমান, সহ-সেক্রেটারি খলিলুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মনিরুল ইসলাম খন্দকার, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শাহআলম, ইউনিয়ন বিজনেস ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুদ খন্দকার, লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সম্মেলনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply