কুমিল্লা প্রতিনিধি :
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে ২ অক্টোবর (বুধবার) সকালে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কোঅডিনেটর সাংবাদিক জাফর আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের পিস এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, নুরে আলম মানিক, পিএফজি সদস্য ও ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি মীর মো. আবু বকর সিদ্দিক, আল খিদমাহ হাসপাতালের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, পিএফজি সদস্য ও লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন, পিএফজি যুব গ্রুপের কো-অর্ডিনেটর নুরুন্নবী মহসিন, তাসলিমা আক্তার, ছাত্র ঐক্য পরিষদের রবি মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে জন্ম লাভ করেছে। এই আন্দোলনের সফলতা আমাদেরকে ধরে রাখতে হবে। সেই জন্য প্রয়োজন সবার মাঝে ঐক্য গড়ে তোলা। বর্তমান সরকারকে সংঘাত, সহিংসতা. হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতে ঐক্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, গণতান্ত্রিক চেতনা এবং সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারে সকল রাজনৈতিক দলকে এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ফলে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই। সংঘাত সহিংসতা মুক্ত একটি অহিংস বাংলাদেশ গড়ে তুলতে চাই।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.