মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে লাকসামে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার দুপুরে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা মতিন, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাজহারুল ইসলাম।
এসময় লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, প্রচার সম্পাদক আবদুল কাদের অপু, লাকসাম প্রেসক্লাবের সদস্য আবদুর রশিদ, মাসুদ পারভেজ রনি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউএনও মাহফুজা মতিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল দেশের ৬৪ টি জেলার ৪৮৩ টি উপজেলার ন্যায় লাকসামেও ৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক ভূমিসহ আধাপাকা গৃহ হস্তান্তর উদ্বোধন করবেন।
এ উপলক্ষে সকলকে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ও স্বার্থক করে তুলতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply