1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

লাকসামে একদিনে শিশুসহ ১৬ জন আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩১১ বার পঠিত

আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লাঃ

লাকসামে তিন বছরের শিশুসহ আজ নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তন্মধ্যে লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের স্ত্রী, তিন বছরের শিশু পুত্র এবং তাঁর গৃহকর্মী রয়েছে। সপ্তাহখানেক আগে ভাইস চেয়ারম্যান নিজেও আক্রান্ত হন।

আজ রোববার বিকেলে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুল মতিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত অন্যান্যরা হলো, লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের ৬৫ বছর বয়সী ওষুধ ব্যবসায়ী, তার ৩০ বছর বয়সী ছেলে, একই বাজারের পাতিল পট্টির ৩৩ বছর বয়সী ব্যবসায়ী, শহরের বাইপাস এলাকার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, পশ্চিম গাঁও এলাকার ২২ বছর বয়সী এক নারী, একই এলাকার ২৭ বছরের যুবক, ভিক্টোরী অব হিউমিনিটি অর্গেনাইজেশনের ২০ বছর বয়সী স্বেচ্ছাসেবী, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ৩৩ বছর বয়সী পরিচ্ছন্ন কর্মী, পৌরসভার গাজিমড়া গ্রামের ৩০ বছর বয়সী যুবক। এছাড়া পৌর শহরের বাইরে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের ৩৩ ও ২৪ বছর বয়সী দুই সহোদর। তারা দৌলতগঞ্জ গোল বাজারের মুদি ব্যবসায়ী এবং একই গ্রামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামের ৪৮ বছর বয়সী এক ব্যবসায়ী। তিনি চট্টগ্রামে ব্যবসা করেন। কয়েক দিন আগে বাড়ি আসেন।

উপজেলা স্বাস্হ্য বিভাগ জানায়, গত বুধবার (২৭ মে) আক্রান্ত ওইসব ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। আজ দুপুরে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের সকলের রিপোর্ট পজেটিভ আসে।

এই ব্যাপারে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, লাকসামে আজ সর্বোচ্চ রেকর্ড পরিমান আক্রান্ত হয়েছে এবং পৌর এলাকায় বেশী আক্রান্ত। আজ পৌরসভা এলাকার মধ্যেই ১২ জন। লাকসামে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁডিয়েছে। তবে এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।

 

জোনাকী টিভি/এমএমখান/৩১মে২০২০

নিউজটি শেয়ার করুন

One response to “লাকসামে একদিনে শিশুসহ ১৬ জন আক্রান্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host