আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লাঃ
লাকসামের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি বছরে এসএসসি’র ফলাফলে এবারেও ঈর্ষান্বিত ফলাফল অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয় থেকে এ বছর মোট ১৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন শিক্ষার্থী। লাকসাম উপজেলায় মোট ২৫টি বিদ্যালয়ের মধ্যে এটি ফলাফলের দিক থেকে এবারেও শীর্ষে রয়েছে। গত বছর এসএসসি পরীক্ষায়ও বিদ্যালয়টি উপজেলায় শীর্ষ স্থানে ছিলো। ওই বছরও পাসের হার ছিল শতভাগ। জিপিএ-৫ পেয়েছিল ২৬ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল জানান, এসএসসি পরীক্ষায় এমন ঈর্ষান্বিত ফলাফল অর্জনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ’র সুযোগ্য সভাপতি মো. আবদুল আলিম দিদারের দক্ষ ব্যবস্থাপনা, অন্যান্য সদসবৃন্দের দিক নির্দেশনা, শিক্ষকমন্ডলীর কঠোর পরিশ্রম, অভিভাবকদের সঠিক পরিচর্যা এবং শিক্ষার্থীদের অক্লান্ত চেষ্টা ও প্রকৃত অনুশীলনই এই সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি এমন ফলাফল অর্জনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ’র সভাপতি মো. আবদুল আলিম দিদার এসএসসির ফলাফলে বিদ্যালয়ের বিগত বছরের সফলতার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
জোনাকী টিভি/এমএমখান/৩১মে২০২০
Leave a Reply