কুমিল্লার লাকসামে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ ২১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, বুধবার রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় একই এলাকার সাতবাড়িয়া গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ বেলাল আহম্মেদ, আবদুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক, মৃত আবদুল খালেকের ছেলে রিপন মিয়া, মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ইউসুফ, আবদুল খালেকের ছেলে মোঃ আবু তাহের এবং মোঃ ইউসুফের ছেলে মোঃ ইয়াকুবকে গ্রেফতার করে লাকসাম থানার এএসআই মোঃ রাজীব হোসেন।
আটককৃতদের বিরুদ্ধে একটি নন.এফ.আইআর মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এলাকবাসীর অভিযোগ, আটককৃতরা এলাকায় প্রতিনিয়ত জুয়ার আসর বসিয়ে যুবকদের বিপদগামী করে তুলছে এবং হাতিয়ে নিচ্ছে টাকা। জুয়ার টাকা জোগাড় করতে এরা বাধ্য হয়ে জড়িয়ে পড়ছে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে।
Leave a Reply