কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে বারোটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে (২৮) কুমিল্লার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- লাকসাম পৌর এলাকার গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে তাবারক উল্লাহ মালু (৪২) ও উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে মাসুদ (২৮)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাকসাম রেলওয়ে জংশনের অদূরে পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখি একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮) মারা যান। এসময় মাসুকুর রহমান বাবু (২৮) নামে অপর আরোহী গুরুতর আহত হন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply