1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

লাকসামে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে কুমিল্লার লাকসামে ৩ ডিসেম্বর থেকে তিনদিন ব‍্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ ৫ ডিসেম্বর সমাপ্তি হয়েছে।

দেশের যুবসম্প্রদায় হল সমাজ পরিবর্তনের চাবিকাঠি এই যুবসম্প্রদায়কে সুসংগঠিত করে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল কমিউনিটি সেন্টারের হলরুমে তরুণ নেতৃত্ব বিকাশের এই প্রশিক্ষণে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগমের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, এমআইপিএস প্রকল্পের সিনিয়র প্রশিক্ষক তনুজা কামাল ও সহযোগী ট্রেনিং অফিসার মনিরুজ্জামান। সার্বক্ষনিক সহযোগিতা ও পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হিরা, কো-অর্ডিনেটর জাফর আহমেদ, সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মামুন হোসেন প্রমুখ। ইয়ুথ পিচ এম্বাসেডর গ্রুপের (YPAG) সমন্বয়কারী নুরুননবী মহসিন, যুগ্ম সমন্বয়কারী তাছলিমা আক্তার ও মাহফুজুর রহমানের নেতৃত্বে বিশজন সদস্য প্রশিক্ষণে অংশ গ্ৰহন করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সার্টিফিকেট প্রদান করেন।

ইয়ুথ লিডারগন তাদের বক্তব্যে বলেন, প্রশিক্ষণে অংশগ্রহন করে তারা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তা তারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সর্বোচ্চ প্রয়োগ করবেন। লাকসামকে সহিংসতা মুক্ত, ঐক্যবদ্ধ ও শান্তি-সম্প্রীতির উপজেলা গঠনের জন্য সম্মিলিতভাবে কাজ করবেন। তাদের এই সামাজিক কার্যক্রমে সকল শ্রেণীপেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সমাপনী দিনে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের সাবেক অ্যাম্বাসেডর ও সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়া, পিএফজি সদস‍্য ও লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এসময় অংশগ্রহণকারীদেরকে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের পক্ষ থেকে ব্যাগ উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host