কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১ জানুয়ারী) সকালে লাকসাম উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply