আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-১৯১২) সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে গিয়ে পাশের বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পৌলাইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং দোকান কর্মচারী লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের পৌলাইয়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ তিন জনকে লাকসাম ও কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই খোকন মিয়া জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে নোয়াখালী থেকে আসা একটি মাইক্রোবাস তিনজন যাত্রী নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌলাইয়া নামক স্থানে গাড়ী চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে এবং পাশে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী ও হাসপাতালে নেয়ার পর দোকান কর্মচারী মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply