কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে ও এনজিও প্রতিনিধি শাহাব উদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, হোটেল ব্যবসায়ী জিয়াউর রহমান জনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, সদস্য এরশাদ হোসেন, জীবন কৃষ্ণ দাস, ব্যবসায়ী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি।
Leave a Reply