লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর খবর শোনে স্ত্রীও মৃত্যু কোলে ঢলে পড়লেন। রবিবার (২৪ অক্টোবর) রাতে লাকসাম পৌর এলাকার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই গ্রামের প্রয়াত অ্যাডভোকেট নোয়াব আলীর ছেলে মো. শাহজাহান (৬০) এবং তার স্ত্রী কোহিনূর বেগম (৪৫)।
নিহত শাহজাহানের শ্যালক মো. জাবেদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়. গত কয়েকদিন ধরে শাহজাহান জ্বরে ভুগছিলেন। রবিবার সন্ধ্যার পর হঠাৎ জ্বর বেড়ে গেলে তাকে দ্রুত লাকসামের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে স্বামীর মৃত্যুর খবর শোনার পর শাহজাহানের স্ত্রী কোহিনূর বেগম বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত দম্পতির ৩ ছেলে এবং ২ মেয়ে রয়েছে। আজ সোমবার (২৫ অক্টোবর) সকালে তাদের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠান শেষে নিহত দম্পত্তির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply