কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ১৬৮ কোটি ৬ লাখ ১০ হাজার ৭৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌরসভার মোঃ তাজুল ইসলাম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন।
মেয়র বলেন, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১শ ৬৮ কোটি ৬ লাখ ১০ হাজার ৭৯১ টাকা। ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৭৯১ টাকা বাজেট উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে ১শ ৬৬ কোটি ২৬ লাখ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ১৩ লাখ টাকা। বাজেটে উন্নয়ন আয় সরকার ও বিভিন্ন প্রকল্পে ধরা হয়েছে ১শ ৪১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৭৭৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শ ৪১ কোটি ২৮ লাখ টাকা।
বাজেট আলোচনায় অংশ নেন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, প্যানেল মেয়র-১ মোঃ খলিলুর রহমান, প্যানেল মেয়র-২ শাহজাহান মজুমদার, কাউন্সিলর আবদুল আজিজ, এডভোকেট মাসুদ হাসান, দেলোয়ার হোসেন, মুশফিকা আলম মিতা, নাসিমা সুলতানা, নাসিমা আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম।
Leave a Reply