কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পৃর্বে সকল সদস্যদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং আরও ২৭ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ নিয়ে ওই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে তাবারক উল্লাহ কায়েস (দৈনিক ভোরের সূর্যোদয়), সাধারণ সম্পাদক পদে এডভোকেট রফিকুল ইসলাম হিরা (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক পদে আরিফুর রহমান স্বপন (দৈনিক যায়যায়দিন) পূনঃনির্বাচিত হন।
এছাড়াও অন্যান্য পদে নির্বাচিত হন- সহ-সভাপতি পদে মুজিবুর রহমান দুলাল (দৈনিক কালের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (সাপ্তাহিক লাকসাম বার্তা), কোষাধক্ষ নাসির উদ্দিন চৌধুরী (দৈনিক সমকাল), দপ্তর সম্পাদক ফারুক আল শারাহ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম জসিম (ডেইলি এশিয়ান এইজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রশিদ (দৈনিক নয়া দিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চন্দন সাহা (দৈনিক স্বদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক নুরউদ্দিন জালাল আজাদ (সাপ্তাহিক লাকসাম), সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন (দৈনিক বাংলা কাগজ), নির্বাহী সদস্য মোঃ আবদুল কুদ্দুস (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য শহীদুল্লাহ ভূঁইয়া (সাপ্তাহিক লাকসাম বার্তা) নির্বাহী সদস্য মশিউর রহমান সেলিম (দৈনিক পরিবর্তন সংবাদ)।
এদিকে সাধারণ পরিষদের সদসরা হলেন- বিথী আজাদ (দৈনিক নয়াদেশ), রফিকুল ইসলাম শান্ত (দৈনিক তরুণ কণ্ঠ), আবুল কালাম (দৈনিক শিরোনাম), জামাল উদ্দিন স্বপন (সাপ্তাহিক সবুজপত্র), কামরুন্নাহার (সাপ্তাহিক লাকসাম), সিরাজুল হক (দৈনিক তরুণ কণ্ঠ), রফিকুল ইসলাম হেলাল (সাপ্তাহিক সময়ের দর্পণ), দলিলুর রহমান মানিক (সাপ্তাহিক নকশীবার্তা), এম এ মান্নান (দৈনিক যুগান্তর), ফয়জুন্নেছা সুমী (সাপ্তাহিক আলোর দিশারী), মোজাম্মেল হক আলম (সাপ্তাহিক নকশীবার্তা), কোহিনুর প্রীতি (ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও জোনাকী টেলিভিশন), আবদুল মান্নান মজুমদার (দৈনিক প্রভাতের সংবাদ), তমিজ উদ্দিন চুন্নু (দৈনিক খবরপত্র), শাহ মোঃ নুরুল আলম (সাপ্তাহিক সময়ের দর্পণ), আবদুর রশিদ (দৈনিক মানবকণ্ঠ), আবদুল জলিল (দৈনিক প্রথম কথা), মাসুদ পারভেজ রনি (দৈনিক মুক্তির লড়াই), সাইফুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), রবিউল হোসেন সবুজ (দৈনিক বাংলাদেশ সমাচার), কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ (দৈনিক আশ্রয় প্রতিদিন), শাহাদাৎ হোসেন সুমন (ডেইলি ভয়েস অফ এশিয়া), কামরুজ্জামান আরিফ (দৈনিক বঙ্গজননী), নাজমুল হাসান (দৈনিক আজকের জীবন), দেবব্রত পাল বাপ্পী (দৈনিক ডাক প্রতিদিন), জাহিদুল হক (সিএনএন বাংলা টিভি), পিংকি বেগম (সাপ্তাহিক সবুজপত্র)।
আগামী তিন বছরের জন্য এই কমিটি স্থানীয় সাংবাদিকদের কল্যাণে এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে বলে কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply