গাজী মামুন লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে চেক ডিজঅনার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লালমাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম সফিউল আলম সোহাগ (৪৫)। সে জেলার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের বজলু মাস্টারের ছেলে।
গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে তথ্য প্রযুক্তি সহযোগিতায় অভিযান চালিয়ে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার।
তিনি জানান, লালমাই থানার এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে এনআই এ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সফিউল আলম সোহাগকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে ২০১৮ সালে ১০ লাখ টাকার একটি এবং ১৪ লাখ টাকার একটি চেকসহ মোট ২৪ লাখ টাকার দুটি চেক জালিয়াতির দায়ে দুটি এনআই এ্যাক্ট (চেক ডিজঅনার) মামলা হয়। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের রায় দেন।
Leave a Reply