ডেস্ক রির্পোট
লিবিয়াতেই দাফন সম্পন্ন হয়েছে মানবপাচারকারীদের হাতে নিহত ২৬ বাংলাদেশির। শুক্রবার বাদ জুমা মিজদাহ কবরস্থানে তাদের দাফন হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এ এস এম আশরাফুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় আহত ১১ বাংলাদেশির সবার অবস্থাই এখন স্থিতিশীল। ত্রিপোলিতে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করে স্থানীয় মানবপাচারকারীর দলের সদস্যরা। বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত নয়টার দিকে লিবিয়ার মিজদা শহরে এই হত্যাকাণ্ড চালায় আন্তর্জাতিক পাচারকারী দলের সদস্যরা।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে মেজদা শহরে সেদিন মানবপাচারকারী চক্রের এলোপাতাড়ি গুলিতে ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান একজন। তিনিই দূতাবাসকে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তার নাম সাইদুল ইসলাম । সে মাদারীপুর জেলার বাসিন্দা।তবে সে সম্পূর্ণ অক্ষত ও বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে নিশ্চিত করেছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।
বেঁচে যাওয়া ওই বাংলাদেশি নাগরিক সাইদুলের বয়ান মতে, নিহত ২৬ জনসহ মোট ৩৮ জন বাংলাদেশি ও কিছু সুদানি নাগরিক প্রায় ১৫ দিন ধরে ঐ অপহরণকারী চক্রের হাতে আটক ছিলেন। লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদায় আটক করে রাখা হয়েছিল তাদের। সেখানেই ২৮ মে সকালে বন্দীদের ওপর গুলি চালায় অপহরণকারীরা।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/৩০-০৫-২০ইং
Leave a Reply