1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

লিবিয়ায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২০৯ বার পঠিত
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ক্ষোভের বলি হওয়া নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের পরিচয় জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। এ ছাড়া অক্ষত অবস্থায় পালাতে সক্ষম বাংলাদেশিদের পরিচয়ও প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিখোঁজ বা মৃত সম্ভাব্য ২৩ জনের তালিকার ১১ জনই মাদারীপুরের। তারা হলেন- মাদারীপুরের জাকির হোসেন, জুয়েল ও ফিরোজ, একই জেলার রাজৈরের বিদ্যানন্দীর জুয়েল ও মানিক, টেকেরহাটের আসাদুল, আয়নাল মোল্লা ও মনির, ইশবপুরের সজীব ও শাহীন, দুধখালীর শামীম।

এছাড়া নিহতদের তালিকায় রয়েছে গোপালগঞ্জের সুজন ও কামরুল, ঢাকার আরফান, কিশোরগঞ্জের ভৈরবের রাজন, শাকিল, সাকিব মিয়া ও সোহাগ, মো. আলী, রসুলপুরের আকাশ, হোসেনপুরের রহিম, যশোরের রাকিবুল মাগুরার লাল চান্দ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিহত বাকি তিনজনের পরিচয় জানতে অনুসন্ধান করছে বাংলাদেশ দূতাবাস।

আহত ১১ জন হলেন- মাদারীপুর সদরের তীর বাগদি গ্রামের ফিরোজ বেপারী, ফরিদপুরের ভাঙ্গার দুলকান্দি গ্রামের মো. সাজিদ, কিশোরগঞ্জের ভৈরবের শম্ভপুর গ্রামের মো. জানু মিয়া, ভৈরবের জগন্নাথপুর গ্রামের মো. সজল মিয়া, গোপালগঞ্জের মুকসুদপুরের বামনডাঙ্গা বাড়ির ওমর শেখ মাগুরার বিনোদপুরের নারায়ণপুরের মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গার বাপ্পি মিয়া, একই জেলার আলমডাঙ্গার বেলগাছির খেজুরতলার মো. বকুল হোসাইন (৩০), কিশোরগঞ্জের ভৈরবের সখিপুরের মওটুলীর সোহাগ আহমেদ (২০), মাদারীপুরের রাজৈরের ইশবপুরের মো. সম্রাট খালাসী (২৯)। তারা সবাই ত্রিপোলি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া যে বাংলাদেশি অক্ষত অবস্থায় পালিয়ে লিবিয়ানের আশ্রয়ে আছেন তার নাম সায়েদুল ইসলাম বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আক্রান্তদের মধ্যে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশির বরাতে বিবৃতি বলা হয়, ১৫ (পনের) দিন আগে বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে মানবপাচারকারীরা এসব বাংলাদেশিকে ত্রিপোলিতে নিয়ে আসার পথে তিনিসহ মোট ৩৮ জন বাংলাদেশি মিজদাহ শহরে নিকট লিবিয়ান মিলিশিয়া বাহিনীর একদল দুষ্কৃতকারীর হাতে জিম্মি হন। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে জিম্মিকারীকর্তৃক অমানবিক নির্যাতনের একপর্যায়ে অপহৃত ব্যক্তিবর্গদ্বারা মূল অপহরণকারী লিবিয়ান নিহত হয়। এর প্রতিশোধ নিতে লিবিয়ান মিলিশিয়া বাহিনী তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ২৬ জন বাংলাদেশি নিহত হন এবং আরও ১১ জন গুলিবিদ্ধ হন।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/৩০-০৫-২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host