মাদারীপুর প্রতিনিধি
লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত মাদারীপুরের ১১ তরুণের বাড়িতে চলছে শোকের মাতম। দ্রুত নিহতদের লাশ ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এছাড়াও মানবপাচারকারী দালালচক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, এক বছর আগে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার পথে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে জিম্মি হয়ে পড়েন মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়নের নরারকান্দি গ্রামের আয়নাল মোল্লা। দালালরা জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে কয়েকদফায় আদায় করে সাড়ে ৮ লাখ টাকা। টাকা দিয়েও মুক্তি মিলেনি আয়নালের। সর্বশেষ মানব পাচারকারীদের গুলিতে নিহত হয় ২২ বছর বয়সী আয়নাল।
শুধু আয়নালই নয়, লিবিয়ার বেনগাজি হতে ত্রিপলী হয়ে ইতালি যাওয়া পথে পাচারকারীদের গুলিতে নিহত মাদারীপুরের ১১ তরুণের বাড়িতে চলছে মাতম। আদরের সন্তানদের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। দ্রুত নিহতদের লাশ ফিরে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়ে দালালদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে মন্ত্রণালয় ও দূতাবাসে যোগাযোগ করছেন তারা।
জোনাকি টেলিভিশন/এমএইচআর/৩০-০৫-২০ইং
Leave a Reply