লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক আব্দুল গাফফার সুমন।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বিগত কমিটি বিলুপ্তি করে নব নির্বাচিত কমিটির সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী ।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কমিটির এক সভায় নবগঠিত এ কমিটির অনুমোদন দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি এস এম হেলাল, নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবুল, অভিভাবক সদস্য, এনামুল কবির, খাদিজা আক্তার, রীতা রানী দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. কামাল হোসেন, মো. মহসিন মিয়া, শিক্ষানুরাগী মো. জহিরুল ইসলাম, আরিফুর রহমান, সমাজ সেবক হাফেজ আহমদ, জয়নাল আবেদীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম, রাশেদা আক্তার, ঝর্ণা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব বাবুল চন্দ্র দেবনাথ। সভাপতি নির্বাচন করায় নব নির্বাচিত সভাপতি আবদুল গাফফার সুমন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply