নরসিংদী প্রতিনিধি
সোমবার ২১ জুন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে প্রথম ধাপের নির্বাচনে নরসিংদীতে দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে গজারিয়া ও ডাংগা ইউনিয়নে নিরপেক্ষতার সাথে সম্পন্ন হয়েছে।
নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। ভোট গ্রহন শেষে কেন্দ্রে প্রকাশ করা হয় প্রার্থীদের ফলাফল।
নির্বাচনে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো: জাকির হোসেন চৌধুরীর চশমা প্রতিকের কাছে নৌকা প্রতীক নিয়ে ধরাসায়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদুরুদ জামান ভূইয়া।
নির্বাচনে গজারিয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৭জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন ৪ জন। তারা হলেন, মো: বদুরুদ জামান ভূইয়া (আওয়ামীলীগ-নৌকা), মো: জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র-চশমা), নাসির আহমেদ (স্বতন্ত্র-আনারস) ও মো: আলমগীর হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্ধীতা করেছেন ১১জন এবং সাধারণ আসনে ৩৮জন।
চুড়ান্ত ফলাফলে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো: জাকির হোসেন চৌধুরী চশমা প্রতিক নিয়ে ৭ হাজার ৩ শত ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: বদুরুদ জামান ভূইয়া নৌকা প্রতিক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৫শত ৭৬ ভোট।
অপরদিকে ডাংগা ইউনিয়নে ১৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৯শত ৩৬জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন ৩জন। তারা হলেন, মো: সাবের উল হাই (আওয়ামীলীগ-নৌকা), মো: কামাল হোসেন মেম্বার (স্বতন্ত্র-চশমা) ও কাউছার মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা)। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্ধীতা করেছেন ১১জন এবং সাধারণ আসনে প্রতিদ্বন্ধিতা করেছেন ৩৪জন।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো: সাবের উল হাই নৌকা প্রতীক নিয়ে ১৭ হাজার ২ শত ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: কামাল হোসেন মেম্বার চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ১শত ৬৩ ভোট।
রাত সারে ৯ টায় পলাশ উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন রির্টানিং কর্মকর্তা মোছা: জোবাইদা খাতুন।
Leave a Reply