1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় শিক্ষকমহলে স্বস্থির নি:শ্বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৯৩ বার পঠিত
অভিযুক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী :

নরসিংদী রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ঘুষ ও বদলী বানিজ্যের সংবাদ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় শিক্ষকমহল সহ সচেতন মহলে স্বস্থির নি:শ্বাষ। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তাদ্বয়ের অধিনস্থ্য চাকুরী করার কারনে ভুক্তভোগী শিক্ষকরা তাদের বিরুদ্ধে প্রকাশে মুখ খুলতে না পারলেও সংবাদ প্রকাশ হওয়ায় তাদের মধ্যে স্বস্থির নি:শ্বাস ফেলতে দেখা গেছে। অভিযুক্ত কর্মকর্তাদ্বয়ের সহযোগি কিছুসংখ্যক শিক্ষক ব্যতিত সকল শিক্ষকদের চোখেমুখে আনন্দ ফুটে উঠেছে। সেই সাথে এখনো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় আশাহত হচ্ছেন সচেতন মহল।

জানা যায়, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ এনে প্রথমে জেলা প্রশাসক পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সুবিধাজনক জায়গায় পদায়ন করে দেবে বলে তাদের কাছ থেকে ইসহাক মিয়ার সহযোগিতায় মোটা অংকের টাকা হাতিয়ে নেন। সহকারী শিক্ষক বদলীর নীতিমালাকে তোয়াক্কা না করে শিক্ষকদের প্রতিস্থাপন বদলীর আদেশ জারী করেন। জাতীয়করণকৃত শিক্ষকদের টাইম স্কেলের নামে বেতন নির্ধারণের বকেয়া বেতন প্রাপ্য বেতনের ৫০% অর্থ ঘুষের বিনিময়ে প্রদান করেন। প্রতিটি বিদ্যালয়ের ¯িøপ ফান্ড থেকে ৪ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা জোড় পূর্বক শিক্ষকদের কাছ থেকে আদায় করেন শিক্ষা কর্মকর্তা। ওয়াশ বøকের বরাদ্ধকৃত টাকা হতে ২ হাজার টাকা এবং রুটিন মেইন্টেইন্স বাদ ৩ হাজার টাকা করে আদায় করেছেন। ক্ষুদ্র মেরামত বাবদ বরাদ্ধকৃত টাকা ১৫% হারে আদায় করে নিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিনামূল্যে বিতরণকৃত বই প্রাপ্তির জন্য কিন্ডার গার্ডেন প্রতি ৫ শ’ টাকা করে হাতিয়ে নিচ্ছেন দুর্নীর্তিবাজ কর্মকর্তাদ্বয়। কাব, স্কাউট ও ক্ষুদে ডাক্তারদের পোশাক তৈরী করার বিধান স্কুল কর্তৃপক্ষের থাকলেও ব্যবসায়ীক উদ্দেশ্য হাসিল করার স্বার্থে বিদ্যালয় প্রতি পোশাক প্রদানের নামে ১ হাজার ৫০০ টাকা করে নিয়ে নি¤œমানের পোশাক সরবরাহ করেন। ওয়ানডে ওয়ান ওয়ার্ড খাতা প্রতিটি বিদ্যালয়ে জোড় পূর্বক চাপিয়ে দিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে মোটা অংকের কমিশন হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও অনৈতিকভাবে বদলী বানিজ্যে লিপ্ত থেকে টাকার পাহাড় গড়ছেন দুই অসাধু কর্মকর্তা।

অভিযোগকারীরা এসকল অভিযোগ এনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগকে দুর্নীতির রাহু মুক্ত করতে চলতি বছরের ১৯ ফেব্রæয়ারী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন। এতে কোন কাজ না হওয়ায় ২৭ ফেব্রুয়ারী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর অভিযোগ করেন। অভিযোগের কয়েকদিন পর করোনা পরিস্থিতির কারণে সারাদেশ লকডাউনের আওতায় চলে আসলে প্রত্যেকটি দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। লকডাউনে সারাদেশ অচল হয়ে থাকলেও রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ ও তার সহযোগী সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়ার দুর্নীতি ও বদলী বানিজ্য থেমে থাকেনি। ঐ সময়ে তাদের বদলী বানিজ্যের মধ্যে সবার নজরে আসে ৩নং নজরপুর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সাবিকুনাহারের বদলী হয়ে আসার বিষয়টি। ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মদ ফরিদা বেগম চাকুরী মেয়াদকাল শেষ করে পিআরএলে যান ৩মে অথচ মার্চ মাসে তার পদকে শূণ্য দেখিয়ে শিবপুর উপজেলার শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিকুনাহারকে মোটা অংকের অর্থের বিনিময়ে ঐ পদে পদায়িত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রস্তাবনা পাঠায়। তারই প্রেক্ষিতে ২৫ মার্চ ৫৯০ নং স্বারকে সাবিকুনাহারকে ফরিদা বেগমের স্থলে পদায়িত করে আদেশ জারি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একজন পদে থাকা অবস্থায় ওই পদকে শূন্য দেখিয়ে অপর আরেকজনকে পদায়িত করার বিষয়টি করোনা পরিস্থিতির সুযোগ গ্রহন করেছেন বলে মনে করছেন উপজেলার শিক্ষক মহল। তাই বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নজরে আনতে মহাপরিচালক বরাবর আরও একটি অভিযোগ দাখিল করেন শিক্ষকরা। অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরের মহাপরিচালক তদন্তের নির্দেশনা দেয়। চলতি মাসের ১ অক্টোবর ঐ তদন্ত হওয়ার কথা থাকলেও কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ অধিদপ্তরে উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করে তা বাতিল করেন।

জানা যায়, দেশের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হলেও সরকারী দপ্তরগুলোর কার্যক্রম স্বাভাবিক হয়ে আসায় শিক্ষকদের অভিযোগের তদন্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাাসরিন আক্তারকে দায়িত্ব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। তিনি গত ১৪ সেপ্টেম্বর অভিযোগের তদন্তে এসে অভিযুক্ত ও অভিযোগকারীদের বক্তব্য শুনেন।
এদিকে জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত নিরপেক্ষ হবেনা বলে দাবী করছেন অভিযোগকারী প্রধান শিক্ষকগণ। তারা মনে করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তার অধিনস্থ সহকর্মী হওয়ায় তার কৃতকর্মের ফল অনেকটাই জেলা শিক্ষা কর্মকর্তার উপর বর্তায়। সে কারণে উপজেলা কর্মকর্তার দোষক্রটিগুলো জেলা কর্মকর্তা ঢাকতে চেষ্টা করবেন বলে মনে করছেন শিক্ষকরা। তাছাড়া সাবিকুনাহার বদলীর বিষয়ে জেলা কর্মকর্তা সম্পৃক্ত থাকতে পারেন বলেও মনে করছেন অভিযোগকারীরা। কেননা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রস্তাবনা পাঠানোর পর এ বিষয়ে খতিয়ে না দেখে তড়িগড়ি করে লকডাউনের ঠিক আগে পদায়নের আদেশ জারি করেন। তাই মন্ত্রনালয়ের কোন কর্মকর্তা দ্বারা বিষয়টি পূণ:তদন্তের দাবী করেন অভিযোগকারীরা।

অভিযোগের বিষয়ে সরেজমিনে উপজেলার সাধারণ শিক্ষকদের সাথে কথা বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার অনেকগুলো অনিয়ম ও দূর্নীতির সত্যতা মেলে। এছাড়া সরেজমিনে শিক্ষকদের কাছ থেকে আরও নতুন কিছু অভিযোগও পায় এ প্রতিবেদক। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থীদের নিবন্ধন বাবদ কোন অর্থ আদায়ের বিধান না থাকলেও অভিযুক্ত কর্মকর্তাদ্বয় বাধ্যতামূলক ৫০ টাকা করে আদায় করছে। এছাড়া জানা যায়, সকল কাজে দুই শিক্ষা কর্মকর্তা সরাসরি জড়িত না হয়ে মাঠ পর্যায়ে কয়েকজন দালাল শিক্ষকদের দিয়ে অপকর্মগুলো করিয়ে থাকেন। তাদের মধ্যে মধ্যপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া অন্যতম।

সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের উপজেলা কর্মকর্তা একজন সৎ ও ন্যায়-নীতিবান। তিনি সৎ বলেই তার বিরুদ্ধে এ সকল অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদের সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন। পরে জাতীয়করণকৃত শিক্ষকদের টাইম স্কেলের নামে বেতন নির্ধারনের বকেয়া বেতন প্রদানের বিষয়টি এই প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রনালয় একটি পরিপত্র জারি করেছেন যার বলেই তাদেরকে টাইম স্কেল প্রদান করা হয়েছে। সাবিকুনাহারের বিষয়টি টেনে এনে কিভাবে মে মাসে পিআরএলে যাওয়া ফরিদা বেগমের পদটি শূণ্য দেখিয়ে ওই পদে মার্চ মাসে সাবিকুনাহারকে পদায়িত করা হয়েছে তা জানতে চাইলে প্রথমে তিনি কোন সদোত্তর দিতে না পারলেও পরে বলেন, আসলে বদলীর আদেশ আমি দেইনা। শূন্য পদের বিষয়ে জেলা অফিসকে আমাদের অবহিত করতে হয়। আর সে কারণে শূণ্য হবে উল্লেখ করে আমরা প্রস্তাবনা পাঠিয়ে ছিলাম। জেলা শিক্ষা কর্মকর্তা ওই পদে বদলীর আদেশ জারি করেন। করোনা পরিস্থিতির কারণে বদলী বানিজ্যের এ সুযোগ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। টাইম স্কেলে সুবিদা প্রাপ্ত ১৪ জন শিক্ষকদের বকেয়া বেতন হিসেবে প্রায় যে ১ কোটি টাকা প্রদান করা হয়েছে, তাদের টাইম স্কেল অবৈধ উল্লেখ করে অর্থ ফেরত দেওয়ার জন্য ১২ আগস্ট নোটিশ জারি করে অর্থ মন্ত্রনালয়। প্রায় দেড় মাসেও সে অর্থ আদায় না হওয়ায় ২৪ সেপ্টেম্বর পূণরায় আদেশ জারি করা হয়, বিষয়টি জানতে পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নোটিশের প্রেক্ষিতে টাইম স্কেল প্রাপ্ত শিক্ষকরা হাইকোর্টে রিট করেছেন। তাদের রিটে জবাবে হাইকোর্ট কেন অর্থ ফেরত চাওয়া হয়েছে অর্থ মন্ত্রানালয়কে তার কারণ দর্শানো জন্য এবং ছয় মাসের জন্য অর্থফেরতের বিষয় স্থগিত রাখার নির্দেশনা দেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তারের সাথে কাছে জানতে চাইলে তিনি প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরে প্রতিবেদকের কাছ থেকে সকল কিছু শুনার পর তিনি বলেন, আমি সব বিষয়ে অবগত নই। আপনি যেহেতু বলেছেন আমি বিষয়গুলো খতিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host