1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

শিখা খানের নতুন চমক ”তুমি আমার” ও ”নীল আকাশ”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
এসময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী শিখা খান। সম্প্রতি মনের টান ও নয়া বাড়ী মিউজিক ভিডিওর পর এবার আসছে শিখা খানের “তুমি আমার” ও “নীল আকাশ” নামে আরো দুইটি মিউজিক ভিডিও।

ইতিমধ্যেই ভক্তদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন শিখা খান। টেলিভিশন নাটক ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এসএমএস মিডিয়ার ব্যানারে নির্মিত ও পরিচালক সুমন বৈদ্য অভির পরিচালনায় গত সপ্তাহে গান দুইটির শ্যুটিং হয়েছে আফতাব নগর ও মিরপুরের বিভিন্ন লোকেশনে।

নতুন কাজ নিয়ে জোনাকী টেলিভিশনকে শিখা খান বলেন, আমি আমার সর্বচ্চটাই দিতে চেষ্টা করেছি, বরাবরের মত “তুমি আমার” ও “নীল আকাশ” আশা করি ভক্তদের ভালো লাগবে। খুব শীগ্রই ইউটিউবে ভক্ত, শ্রোতারা দেখতে পাবেন “তুমি আমার” ও “নীল আকাশ”। শিখার ভবিষ্যৎ স্বপ্ন তানিয়া আহমেদ, শমী কায়সারদের মত গুণী একজন অভিনয় শিল্পী হওয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host