নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার আগরপুর গ্রামে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দুই ভাতিজাকে রক্তাক্ত জখম করেছে দুই চাচা ও চাচাত ভাই। এ ঘটনায় শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে আহতদ্বয়ের মা ডলি বেগম।
শনিবার ৮ জুন সন্ধায় উপজেলার যোশর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত সাকিল মিয়া (২৪) ও তার ছোট ভাই সাইফুল মিয়া (১৫) প্রতিবেদকের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা মো: হারুন মিয়া, মোঃ নাসির উদ্দিন ও নাসির উদ্দিনের ছেলে মাসুম মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে প্রায়ই আহতদের পরিবারের লোকজনের সাথে ঝগড়া করতো দুই চাচা, চাচাত ভাই সহ পরিবারের লোকজন। সর্বশেষ ০৮ জুন সন্ধ্যা অনুমান পৌনে ছয়টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন উত্তর আগরপুর জামে মসজিদের সামনে রাস্তার উপরে মো: শাকিল মিয়া এর সাথে বাকবিতন্ডে লিপ্ত হয়। একপর্যায়ে তারা শাকিলকে এলোপাথারী ভাবে মারপিট করিয়া হত্যার উদ্যেশে শরীরের বিভিন্ন স্থানে ধারালো দা দিয়ে আঘাত করে। দায়ের আঘাতে শাকিলের কপাল কেটে রক্তাক্ত জখম হয়। এসময় ডাক চিৎকার শুনে তার ছোট ভাই সাইফুল ইসলাম ছুটে এসে ভাইকে বাচাতে গেলে তারা তাকেও মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় আশপাশের লোকজন তাদেরকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নরসিংদী হাসপাতালে প্রেরণ করেন বলে জানা গেছে।
এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply