নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী্পুরুষসহ ৬ জন নিহত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) মো. আফজাল হোসেন।
নিহত ৬ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শিবপুর উপজেলার সাতপারা গ্রামের রহি মিয়ার ছেলে সিএনজি চালক শাহিন(৩৫), একই উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত রশিদ ফকির’র ছেলে আবু বকর ছিদ্দিক (৪০), মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চকবগাদী গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা বেগম (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের দানিছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৫৫), তার স্ত্রী নয়নতারা (৫০) এবং একই উপজেলার মির্জারচর এলাকার মোস্তফা মিয়া (৪৮)। এদের মধ্যে নিহত আবু বকর ছিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মারুফা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্সের শিক্ষার্থী। ফারুক ও নয়নতারা মারুফার হবু শ্বশুর-শ্বাশুড়ী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিবপুর উপজেলার সিএন্ডবি থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটো রিক্সা ইটাখোলার উদ্দেশ্য যাত্রা করে। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছাইলে বিপরীত দিক থেকে আসা মনোহরদী গামী একটি সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ যাত্রীসহ ৬ জন মারা যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালায়।
মারুফার ভগ্নিপতি আলতাফ হোসেন জানান, মারুফা তার নিজ বাড়ী চকবগাদী গ্রাম থেকে তার হবু শ্বশুর -শ্বাশুড়িকে সাথে নিয়ে রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় পড়ে তারা মারা যায়। মারুফার আগামী ৩০ অক্টোবর বিয়ের কথা ছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply