শেখ মানিক, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী শিবপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এসময় মাদকদ্রব্য বিক্রয় সেবন, গরুচুরি রোধ, বাল্যবিবাহ, ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন, করোনা ভাইরাস ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। সভায় আরোও বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনী স্বপন, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিস আহমেদ, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুন মৃধা, আয়ূবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, শিবপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদের কিবরিয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকগণ সহ সকল দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
Leave a Reply