শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথ চলার ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় স্থানীয় এমপির পক্ষে শ্রদ্ধা জানান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সহ-সভাপতি আব্দুল হাই মাষ্টার, সহসভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৩-০৬-২০ইং
Leave a Reply