নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ শিবপুরে অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।বুধবার (১ জুলাই) শিবপুর থানাধীন কলেজগেইট এলাকায় অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী শিবপুর পূর্বপাড়ার হারুন মিয়ার ছেলে জিদান (২৪), বেলাব উপজেলার আব্দুল্লাহনগরের মৃত- ফজলুল হকের ছেলে মাসুম মিয়া (৩০), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে ফরহাদ (৩০), পাহাড় উজিলাবের শামসুল হক আরিফুল
ইসলাম মিঠুন (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে শিবপুর থানাধীন কলেজগেইট এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৪,৬০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী জিদানের বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মামলা ও আসামী ফরহাদের বিরুদ্ধে ইতোপূর্বে একটা মামলা আছে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২ জুলাই ২০২০ইং
Leave a Reply