শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে শিহাব (১৭) নামে এক কিশোর কে নৃশংস ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এমন নৃশংস ঘটনায় এলাকায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আহত শিহাব উপজেলার বাজনাবর এলাকার মো. ছানা উল্লাহ মোল্লার ছেলে।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার ২৭ তাং ২২/০৮/২০।
এ ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোল্লা বাড়ির জামে মসজিদ নদীর পাড়ে। গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিহাবের অবস্থা আশঙ্কাজনক দেখে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায় যে, শিহাবের বাবা সানাউল্লাহ মোল্লা শিবপুরে সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা সাহেবের সৃষ্টিগড় প্রজেক্টে চাকরি করেন এবং পাশাপাশি ইট বালুর ব্যবসা করেন। সে দিন বালুর ব্যবসার ২লক্ষ টাকা নিয়ে বাড়ীর পাশে নদীর পাড়ে মোল্লা বাড়ির মসজিদের সামনে পৌঁছা মাত্র শিবপুরের ভূইয়া মার্কেট এলাকার কিশোর গ্যাং সৈকত আলী (২২), সায়েম খান (২৩), মাহফুজ (২৪), সোহেল (২৬), সাইদুল (২২), আশিকুল ইসলাম (২০), হৃদয় (২১) সহ আরো অজ্ঞাতনামা ৩/৪জন সহযোগীর পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে শিহাবের পথরোধ করিয়া হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এলোপাতাড়িভাবে মারপিট করে।
হামলাকারীরা এসময় তার শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
এসময় শিহাব মাটিতে পড়িয়া গেলে তাঁর সঙ্গে থাকা ২ লক্ষ টাকা নিয়ে যায়। তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান এই ঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply