আবিল মিয়া, শিবপুর
নরসিংদীর শিবপুরে দুটি গরুসহ আবু সাঈদ (২৭)নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দীয়া এলাকা থেকে শনিবার দিবাগত রাত ১ টার দিকে পিক্যাপ ভ্যানে দুটি গরু উঠানোর ১ চোর আটক করে পুলিশ। আটককৃত আবু সাঈদ পুরান্দীয়া গ্রামের আঃ রশিদ মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, শিবপুর মডেল থানার এস আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ টহলরত অবস্থায় পিক্যাপ ভ্যানে চুরি করা দুটি গরু উঠানোর সময় ২ গরুসহ ১ চোরকে হাতেনাথে আটক করে। পরে পিক্যাপ ভ্যানসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশের জিজ্ঞাসা বাদে আটককৃত চোর জানায়, তার সাথে গরু চুরিতে জড়িত আরও কয়েক জনের নাম উল্লেখ করে। তারা হলেন রুহুল আফ্রাদ (২৫), সজিব আফ্রাদ (২০), আয়ুব মিয়া (২৫) , মাসুদ মিয়া ( ৩০) । তারা সকলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এঘটনায় গরুর মালিক বাড়ৈ আলগী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ রবিবার (২৮ জুন) সকালে শিবপুর মডেল থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৮-০৬-২০ইং
Leave a Reply